Breaking News
Home / News / বাশঁ দিয়ে মাছ ধরার অসাধারণ কেরামতি নেটিজেনরা সোশ্যাল মিডিয়ার দরবারে ভাইরাল করলো!

বাশঁ দিয়ে মাছ ধরার অসাধারণ কেরামতি নেটিজেনরা সোশ্যাল মিডিয়ার দরবারে ভাইরাল করলো!

সোশ্যাল মিডিয়া দরবারে ভাইরাল হয় বিভিন্ন ধরনের পশু পাখির ভিডিও। নেটিজেনরা এই সমস্ত ভিডিও দেখতে প্রচন্ড পছন্দ করেন। তাইতো ভিডিও পোস্ট করলেই ভিউ কাউন্ট কয়েক মিলিয়ন এর গণ্ডি স্পর্শ করে।পুকুর, নদী, জলাশয়, ডোবা এমনকি বর্ষাকালে ধানের জমিতেও প্রচুর মাছ পাওয়া যায়। এসব মাছের মধ্যে ছোট মাছই বেশি।

যেমন- পুঁটি, বইচা, খৈলসা, বাতাই, গুইঙ্গা (টেংরা), ইছা (চিংড়ি), উহল/লাডি (টাকি), গুতুম, চান্দা, কানপনা, ভেদুরি (মেনি), চিকরা, কাইক্যা, দারকিনা, বাঁশপাতা, মলা, কটকইট্যা (বেলে/বাইল্যা), চাউট্টা, কৈ, শিং, মাগুর ইত্যাদি।

এসব মাছ যেমন পুষ্টি গুণ সমৃদ্ধ তেমনি খেতে সুস্বাদু। আমাদের বাঙালি জীবনে একবেলা মাছ ছাড়া খাওয়ার কথা কল্পনা করা যায়না। সেই মাছ তাজা হোক বা শুকনো।

তাই মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় কোনো পোষা পাখির কেরামতি তো কখনও দেখা যায় লোকালয়ে ঢুকে যাওয়া বাঁদরের পাগলামি। এখনকার দিনে আসলে কিছু হলেই মানুষ সেই মুহূর্তটিকে মুঠোফোনের ক্যামেরাবন্দি করে।

সেই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে তা ব্যাপক পরিমাণে ভাইরাল হয়ে যায়।ভিডিওটি রীতিমতো ইউটিউবে ভাইরাল হয়ে গিয়েছে লক্ষ লক্ষ মানুষ ভিউ করেছে এই ভিডিওটি।সম্প্রীতি ভিডিওতে দেখা যায় যে বাশঁ দিয়ে মাছ ধরার অসাধারণ কেরামতি নেটিজেনরা সোশ্যাল মিডিয়ার দরবারে ভাইরাল করলো!

About admin2

Check Also

পূজামণ্ডপে কুরআন অবমাননা নিয়ে অপপ্রচার, যুবক আটক! বিস্তারিত ভিতরে:

Binodontimes: কুমিল্লায় পুজামণ্ডপে পবিত্র কুরআন অবমানার তথাকথিত ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *