Breaking News
Home / Uncategorized / রিয়েলিটি শো থেকে কার কত আয় ‘ দেখুন ভিতরে ‘

রিয়েলিটি শো থেকে কার কত আয় ‘ দেখুন ভিতরে ‘

Binodontimes:দ্য কপিল শর্মা শো’র প্রতিটা পর্বের জন্য কপিল শর্মা কত করে নেন জানেন? বেশির ভাগ মানুষেরই ধারণা, আয়রোজগার নায়ক–নায়িকারাই বেশি করে। রিয়েলিটি শো-র হোস্টরাও যে তাঁদের চেয়ে কোনো অংশে কম যান না, নিজের তালিকাটায় একবার চোখ বুলালেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।

সত্তরের দশক। ভারতে চালু হলো নতুন এক ট্রেন্ড। বুক খোলা শার্ট গিট্টু দিয়ে পরা। ‘দিওয়ার’ ছবিতে এভাবেই শার্ট পরেছিলেন অমিতাভ বচ্চন। তাতেই বাজিমাত! তরুণদের কাছে জনপ্রিয় হয়ে গেল অমিতাভের এই শার্ট পরার ধরন।”

কিন্তু এত দিন পরে এই কথা কেন? কারণ আছে। অমিতাভের এভাবে শার্ট পরার পেছনে লুকানো ছিল ছোট্ট গল্প। ইনস্টাগ্রামে ‘দিওয়ার’ ছবির শুটিংয়ের একটি ছবি দিয়ে সেই গল্পই শোনালেন অমিতাভ বচ্চন। ছবিতে অমিতাভের পরনে সাদা প্যান্ট আর বুক খোলা হাতাওয়ালা গাঢ় নীল শার্ট। শার্টটা কোমরের কাছে গিট্টু দিয়ে বাঁধা”

ক্যাপশনে বিগ বি লিখেছেন, ‘বন্ধুরা, সেই দিনগুলো… সেই গিট্টু দেওয়া শার্ট…। এই শার্টের পেছনেও আছে গল্প। প্রথম দিনের শুটিং। শট প্রস্তুত। ক্যামেরাও প্রস্তুত। দেখা গেল, শার্ট বানানো হয়েছে লম্বা। হাঁটু পর্যন্ত ঝুলে পড়েছে। আরেকটা শার্ট আনারও সময় দেননি পরিচালক। কী আর করা, শার্ট গিট্টু দিয়েই কাজটা সারলাম।’”

কোনো নান্দনিক তাগিদ থেকে নয়, নিতান্তই কেজো প্রয়োজন থেকে জন্ম নেওয়া সেই গিট্টু শার্টই যে ‘আইকনিক শার্ট’ হয়ে যাবে, কে জানত! মানুষের মুখে মুখে তখন দিওয়ার ছবির সংলাপ। সেলিম-জাভেদ জুটির কাহিনি থেকে কী ছবিটাই না বানালেন যশ চোপড়া। ১৯৭৫ সালে মুক্তি পাওয়ার পরই বক্স অফিস তোলপাড়। অমিতাভ বচ্চন ছাড়াও চোখ ধাঁধানো অভিনয় করলেন শশী কাপুর, নিতু সিং, নিরুপা রয়, পারভীন ববিরা।”

দুই বছর পেরোলেই আশি। এখনো রুপালি পর্দায় ব্যস্ত সিনিয়র বচ্চন। হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে দিব্যি অভিনয় করে যাচ্ছেন। আসছে নতুন ছবি ‘গুড বাই’। পরিচালক বিকাশ বহেল। ছবিতে অমিতাভের সঙ্গী দক্ষিণ ভারতীয় তরুণ তারকা রশ্মিকা মন্দানা। হাতে আছে ‘চেহরে’। এমরান হাশমি ও রিয়া চক্রবর্তী এই ছবিতে বিগবির সহশিল্পী। রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’তেও তাঁকে দেখা যাবে।
সূত্র: ডিএনএ

About admin2

Check Also

এই কুলাঙ্গাররাই আমার স’র্ব’না’শ করেছে

Binodontimes: নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা দু’টি মামলা শুক্রবার রাতে গ্রহণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *