বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ১২ থেকে ২০ বছরের মেয়েদেরকে যুবতী বলা হয়৷ নির্দিষ্ট এই বয়সে মেয়েরা শারীরিক ও মানসিক ভাবে পূর্ণতা লাভ করে৷
তবে এই সময় নারীদেহে বেশ কিছু যৌন সমস্যা দেখ যায়৷ এই সমস্যাগুলি হল: ঋতুস্রাব সমস্যা, সাদাস্রাব, তলপেট ও কোমরে ব্যথা৷ ঋতুস্রাবের সমস্যাকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে, যেমন – একেবারে পিরিয়ড না হওয়া, অনিয়মিত পরিয়ড, অতিরিক্ত রক্তস্রাব৷
আমাদের দেশে শতকরা ৩০ থেকে ৪০ জন মহিলার নির্দিষ্ট সময়ে পিরিয়ড আরম্ভ হয় না৷ আবার অনেকের মাসিক নিয়ে বিভিন্ন ধরণের সমস্যাও দেখা দেয়৷ চিকিৎসকেরা মনে করেন এর প্রধান কারণ হল অসচেতনতা ও অজ্ঞতা৷ তবে মাসিকের স্থায়িত্বকাল ও পরিমাণ প্রকৃতপক্ষে জানা থাকেনা বলেই এই সমস্যায় চিন্তা অনেক বেশি হয়৷ যদিও শরীরিক কারণ ছাড়া অন্যান্য কারণেও প্রচুর পরিমাণে রক্তস্রাব ও দীর্ঘস্থায়ী স্রাব হতে পারে৷
দীর্ঘস্থায়ী স্রাবের একটি বড়ো কারণ হল জরায়ুর মুখে মাংস বেড়ে যাওয়া, যোনিপথে প্রদাহ, ডিম্বের থলিতে টিউমার৷ এছাড়াও যদি রক্তের মধ্যে কেন রোগ যেমন – হেমোফাইলিয়া, পারপুরা ইত্যাদি থাকে তবেও স্রাবের পরিমাণ বেশি হতে পারে৷

মহিলাদের বিভিন্ন যৌন সমস্যা :
সাদাস্রাব যুবতীদের একটি স্বাভাবিক ঘটনা৷ এর জন্য দুশ্চিন্তার কোন কারণ নেই৷ পুষ্টিহীনতা, যৌনাঙ্গে প্রদাহ, অতিরিক্ত যৌন উত্তেজনা ইত্যাদির কারণে মহিলাদের অতিরিক্ত সাদা স্রাব হতে পারে৷ এছাড়াও জরায়ুর মুখে মাংস পিন্ড বেড়ে গেলে বা ঘা হলে সাদা স্রাবের পরিমাণ বেড়ে যেতে পারে৷ এই জাতীয় সমস্যা যদি প্রতিনিয়ত দেখা দেয় তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন৷
বেশির ভাগ তরুণী তলপেট ও কোমরে ব্যথার কথা বলে থাকেন৷ প্রকৃতপক্ষে এটা একটা মানসিক অনুভুতি৷ তবে প্রচন্ড ব্যথা অনুভুত হলে অবশ্যই এর কারণ নির্ণয় করে চিকিৎসার ব্যবস্হা নিতে হবে৷ যেসব কারণে তলপেট ও কোমরে ব্যথা অনুভূত হয় তা হল –