‘পরবাসিনী’ মুক্তির তারিখ ঘোষণা পরিচালকের

Porboshoni 0বিনোদন টাইম্‌স ডেস্ক ।। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে স্বপন আহমেদ পরিচালিত সায়েন্স ফিকশন ছবি ‘পরবাসিনী’। আগামী ২২ এপ্রিল ছবিটি মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে। পর্যায়ক্রমে ছবিটি মুক্তি পাবে পৃথিবীর বিভিন্ন দেশে।

এই সম্পর্কে স্বপন আহমেদ ঢালিউড২৪’কে বলেন, ‘এতদিন মুক্তির একটি সুন্দর তারিখ পাওয়ার অপেক্ষায় ছিলাম। ২২ এপ্রিল আমাদের কাছে ‘পরবাসিনী’ মুক্তি দেয়ার জন্য একটি সুন্দর তারিখ মনে হয়েছে। তাই এই তারিখে ছবিটি মুক্তি দেবো। এখন প্রচারণা কিভাবে করা যায় সে প্ল্যান করছি। কিছুদিনের মধ্যেই ছবিটির প্রচারণায় মাঠে নামবো’।

২০১২ সালে ছবিটির শুটিং শুরু হয়। তিন বছর ধরে ছবিটির কাজ চলে। গত বছর অক্টোবরে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ‘পরবাসিনী’। এর আগে মার্চে প্রাথমিকভাবে ছবিটি মুক্তির তারিখ ঘোষণা এলেও মুক্তি পেতে যাচ্ছে এপ্রিলে।

ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমন ও রিত মজুমদার। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সোহেল খান, কলকাতার সব্যসাচী চক্রবর্তী, দাউদ হোসাইন রনি, জুন মালিয়া, অপ্সরাসহ বেশ কয়েকজন বিদেশি অভিনয়শিল্পী।

পোস্টটি ফেসবুক এ শেয়ার করে অন্যদের জানার সুযোগ দিন। পোস্ট পেতে বিনোদন টাইম্‌স .কম পেইজ এ লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন।

( সম্পাদনায়:অনলাইন নিউজরুম এডিটর )

More from my site

  • তারিখ বেঁচে প্রযোজকদের উপরি আয়তারিখ বেঁচে প্রযোজকদের উপরি আয় বিনোদন টাইম্‌স ডেস্ক ।। চলচ্চিত্রের বাজার ভয়াবহ মন্দা। কোনো ছবিই ব্যবসা করতে পারছে না। পুঁজি ফেরত এলেই নির্মাতারা তৃপ্ত। পুঁজিও ফেরত আসছে না। ছবি নির্মাণের সংখ্যা কমে গেছে। বেশ কিছুদিন […]
  • নায়িকা হওয়া কি এতোই কঠিন?নায়িকা হওয়া কি এতোই কঠিন? বিনোদন টাইম্‌স ডেস্ক ।। ঘড়ির কাটার অনুকূলে মোস্তফা সরয়ার ফারুকী, মেহজাবিন, স্বপন আহমেদ, 'পরবাসিনী'র দৃশ্যে নিরব ও মেহজাবিন এবং 'ডুবো শহরে'র মহরতে মেহজাবিন, শিনা ও তিশা মিম, কুসুম, মম, […]
  • অনন্ত’র ট্যালেন্ট হান্ট-এর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন ‘ফাটাকেস্ট’ ছবির প্রযোজকঅনন্ত’র ট্যালেন্ট হান্ট-এর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন ‘ফাটাকেস্ট’ ছবির প্রযোজক বিনোদন টাইম্‌স ডেস্ক ।।  অনন্ত জলিলের ট্যালেন্ট হান্ট-এর বিরুদ্ধে ‘সংলাপ নকলে’র অভিযোগ করল ‘ফাটাকেস্ট’ ছবির প্রযোজক নুরুল ইসলাম পালোয়ান। শুধু অভিযোগ করেই ক্ষান্ত হয়নি, এটিএন বাংলার […]
  • প্রকাশিত হলো আইসক্রিমের ট্রেইলার (ভিডিও)প্রকাশিত হলো আইসক্রিমের ট্রেইলার (ভিডিও) বিনোদন টাইম্‌স ডেস্ক ।। জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত আলোচিত ছবি আইসক্রিমের ট্রেইলার প্রকাশিত হয়েছে। গতকাল বুধবার রাতে রনি তার নিজস্ব ফেসবুক ওয়ালে ট্রেইলারটি প্রকাশ করেন। দুই মিনিট […]
  • মুসাফিরের ট্রেলার প্রকাশ (ভিডিও)মুসাফিরের ট্রেলার প্রকাশ (ভিডিও) বিনোদন টাইম্‌স ডেস্ক ।। ছোটপর্দা থেকে উঠে আসা অভিনেতারা বড়পর্দায় যে খুব একটা সুবিধা করতে পারেন না এই উক্তিটি এখন অচল। দর্শকদের চাহিদার জায়গাটা বেশ ভালোভাবেই পূরণ করতে সমর্থ হয়েছেন ছোট […]
  • জানা গেলো শাকিবের ‘শিকারী’ কোন ছবির রিমেক (ভিডিও)জানা গেলো শাকিবের ‘শিকারী’ কোন ছবির রিমেক (ভিডিও) উপরে ‘শিকারী’ ছবির দৃশ্য, নিচে ‘আধাবান’ ছবির দৃশ্য বিনোদন টাইম্‌স ডেস্ক ।। নব্বই দশকের শেষভাগ থেকে গেল দশকের প্রথমভাগ পর্যন্ত, অর্ধশতাধিক বাংলাদেশি ছবি রিমেক হয়েছে টালিগঞ্জে। […]
  • চলছে ‘ছিন্নমূল’-আসছে আরো ৫টি চলচিত্রচলছে ‘ছিন্নমূল’-আসছে আরো ৫টি চলচিত্র বিনোদন টাইম্‌স ডেস্ক ।। চলতি সপ্তাহে মুক্তি পেয়েছে কাজী হায়াৎ পরিচালিত ৫০তম চলচিত্র ‘ছিন্নমূল’। গত ০৪ মার্চ (শুক্রবার) সারাদেশের ৫৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ছিন্নমূল’। ছবিটিতে […]
  • ১লা বৈশাখে মুক্তি পাচ্ছে না ‘শঙ্খচিল’১লা বৈশাখে মুক্তি পাচ্ছে না ‘শঙ্খচিল’ বিনোদন টাইম্‌স ডেস্ক ।। ‘পদ্মা নদীর মাঝি’, ‘মনের মানুষ’ এর মতো প্রশংসিত যৌথ প্রযোজনার ছবিগুলো পরিচালনা করেছেন গৌতম ঘোষ। দুই বাংলার বিনিয়োগে আবারো ছবি করেছেন। এবারের ছবির নাম ‘শঙ্খচিল’। এ […]
  • শাকিবের প্রযোজনায় নতুন ছবি ‘প্রিয়া রে’শাকিবের প্রযোজনায় নতুন ছবি ‘প্রিয়া রে’ বিনোদন টাইম্‌স ডেস্ক ।। ‘হিরো দ্য সুপারস্টার’ ছবির মাধ্যমে প্রযোজকের খাতায় নাম লেখান ঢালিউড কিং শাকিব খান। শাকিব খানের ‘এস কে ফিল্মস’ এর ব্যানারে ২০১৪ সালে পবিত্র ইদুল ফিতরে মুক্তি পায় […]
  • ১৮ই মার্চ মুক্তি পেতে যাচ্ছে ‘মিয়া বিবি রাজি’১৮ই মার্চ মুক্তি পেতে যাচ্ছে ‘মিয়া বিবি রাজি’ বিনোদন টাইম্‌স ডেস্ক ।। আগামী ১৮ই মার্চ মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় নির্মাতা শাহীন সুমন পরিচালিত ‘মিয়া বিবি রাজি’। ছবিটিতে প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করেছেন সুমিত ও শিরিন শিলা। এছাড়াও […]