মুসাফিরের ট্রেলার প্রকাশ (ভিডিও)
বিনোদন টাইম্স ডেস্ক ।। ছোটপর্দা থেকে উঠে আসা অভিনেতারা বড়পর্দায় যে খুব একটা সুবিধা করতে পারেন না এই উক্তিটি এখন অচল। দর্শকদের চাহিদার জায়গাটা বেশ ভালোভাবেই পূরণ করতে সমর্থ হয়েছেন ছোট পর্দা দিয়ে অভিনয়ের ক্যারিয়ার শুরু করা চিত্রনায়ক আরেফিন শুভ। প্রযোজকরাও এখন অর্থ লগ্নিতে নির্ভরতা খুঁজে পেয়েছেন এই নায়ককে নিয়ে। সম্প্রতি শুভ অভিনীত বেশ কয়েকটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। তারমধ্যে নির্মাতা আশিকুর রহমানের ‘মুসাফির’র ট্রেলার প্রকাশ পেয়েছে। ছবিতে শুভর বিপরীতে ঢাকাই ছবিতে অভিষেক হচ্ছে মারজান জেনিফার নামে নতুন নায়িকার।
৩ মিনিট ২৬ সেকেন্ড ব্যাপ্তির এই ট্রেলারটিতে শুভর অ্যাকশান লুক ও মারজানের গ্ল্যামার চমকে দিয়েছে দর্শকদের। নড়েচড়ে বসেছেন চলচ্চিত্র বোদ্ধারাও। ছবিটি চলতি বছরের সেরা ছবিগুলোর একটি হবে বলেই মানছেন তারা। ছবিটি নিয়ে শুভ নিজেও বেশ আশাবাদী। তিনি বলেন, ‘অনেক পরিশ্রম নিয়ে মুসাফির ছবিতে কাজ করেছি। গল্পের বিষয়টি দর্শকরা হলে গিয়ে যাচাই করবেন। আশা করি ভালো লাগবে।’
পরিচালক আশিকুর রহমান বলেন, ‘গল্পটা পেশাদার খুনিদের নিয়ে। পেশাদার খুনিদেরই একজন আরিফিন শুভ। যার ওপর দায়িত্ব পড়ে নায়িকাকে খুন করার। কিন্তু খুন নয়, উল্টো প্রেমে পড়ে যায় শুভ। তারপরই গল্পটা এগিয়ে চলে ভিন্ন আবহে। বলতে পারেন অ্যাকশন-থ্রিলার রোমান্টিক ছবি মুসাফির।’
নির্মাতা আরো বলেন, ‘সবকিছু ঠিকঠাক। এবার ‘মুসাফির’র মুক্তির পালা। দিনটাও চূড়ান্ত। ২২ এপ্রিল মুক্তি পাচ্ছে ছবিটি।’ এখানো আরও অভিনয় করতে দেখা যাবে মিশা সওদাগর, টাইগার রবি, শিমুল খান, সিন্ডি রোলিং প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে পারসেপচুয়াল পিকচার্স ও ইনট্র্যাক ফিল্মস।
পোস্টটি ফেসবুক এ শেয়ার করে অন্যদের জানার সুযোগ দিন। পোস্ট পেতে বিনোদন টাইম্স .কম পেইজ এ লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন।
( সম্পাদনায়:অনলাইন নিউজরুম এডিটর )