ঘরোয়া আয়োজনে নায়করাজের ৫৪তম বিবাহ বার্ষিকী
বিনোদন টাইম্স ডেস্ক ।। আজ থেকে ৫৪ বছর আগে স্ত্রী লক্ষী’র সঙ্গে গাটছড়া বেঁধেছিলেন নায়করাজ রাজ্জাক। বিয়ে বার্ষিকীর দিনটি ছিল গত বুধবার। ঘরোয়া আয়োজনেই বিবাহ বার্ষিকী’র দিনটি পালন করলেন নায়করাজ।
নানা চড়াই উৎরাইয়ের মধ্যেও অটুট ছিল তাঁদের বন্ধন। ভালোবাসার বিনিসুতার বয়স এখন ৫৪। আর এই দিনটি ছেলেমেয়ে আর পরিবারের সঙ্গেই কাটালেন নায়করাজ দম্পতি। ঘরোয়া আয়োজনের সেসব ছবি নায়করাজের ছোটছেলে সম্রাট ফেসবুকেও আপ করেছেন। ছবিতে স্ত্রীকে নিয়ে হাস্যোজ্জ্বল নায়করাজের দেখা মিলল। শুভ বিবাহ বার্ষিকী নায়করাজ।
পোস্টটি ফেসবুক এ শেয়ার করে অন্যদের জানার সুযোগ দিন। পোস্ট পেতে বিনোদন টাইম্স .কম পেইজ এ লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন।
( সম্পাদনায়:অনলাইন নিউজরুম এডিটর )