‘স্পটলাইট’ সিনেমায় ফাঁস শিশু যৌন কেলেঙ্কারি
বিনোদন টাইম্স ডেস্ক ।। ক্যাথলিক চার্চের এক ফাদারের বিরুদ্ধে উঠেছিল শিশুদের যৌন নিগ্রহের অভিযোগ। ‘দ্য বস্টন গ্লোব’ পত্রিকার হয়ে তদন্তে নামেন একদল সাংবাদিক। তাঁদের তদন্তে উঠে আসে এই চাঞ্চল্যকর ঘটনা। জানা যায়, প্রায় একাধিক ফাদার এই শিশু যৌন কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। এ ঘটনাকেই পর্দায় তুলে এনেছেন পরিচালক টম ম্যাকার্থি। এই কাহিনীতে তার পরিচালিত সিনেমা ‘স্পটলাইট’ এবারে অস্কার আসরের সেরা ছবির সম্মান জিতে নিল। এ ছবির বিষয়বস্তু ক্যাথলিক চার্চের যৌন কেলেঙ্কারি। ২০০২ সালে ‘দ্য বস্টন গ্লোব’ পত্রিকার সাংবাদিকদের তদন্তের জেরে যা ফাঁস হয়েছিল। অস্কারের সেরা নির্বাচিত হওয়া এ ছবিকে অভিনন্দন জানানো হল ভ্যাটিক্যানের পোপের পক্ষ থেকে। সেইসঙ্গে যৌন কেলেংকারির জন্য দুঃখপ্রকাশও করা হল।
প্রথমদিকে অবশ্য তেমন সাড়া ফেলেনি এ ছবি। কিন্তু অস্কারের আসর এটিকেই সেরা ছবির সম্মান দিয়েছে। সেরার খেতাব নিতে উঠে প্রযোজক মাইকেল সুগার জানিয়েছিলেন, পোপ ফ্রান্সিস যেন শিশুদের রক্ষা করেন, মানবতাকে রক্ষা করেন। পোপ ফ্রান্সিসও ছবির সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানান।
২০০২ সালের এই কেলেংকারির পর ভ্যাটিকানে নিয়ম করা হয়, কোনও বাচ্চাকেই কোনও পূর্ণবয়স্কের সঙ্গে একা ছেড়ে দেওয়া হবে না। কেলেংকারির ঘটনা যে সাহসিকতার সঙ্গে তুলে এনেছিলেন সাংবাদিকরা, গোটা দুনিয়াই তা দেখতে পেলেন সিনেমার কাহিনীতে। সিনেমার মতো মাধ্যমে কেলেংকারির ঘটনা আসায় ও অস্কারের আসরে তা সেরা হওয়ায় আরও বহু মানুষের কাছে পৌঁছবে ঘটনাটি। আর তাই ছবিকে অভিনন্দন জানিয়েই, এঘটনার জন্য আরও একবার দুঃখপ্রকাশ করলেন পোপ ফ্রান্সিস।
পোস্টটি ফেসবুক এ শেয়ার করে অন্যদের জানার সুযোগ দিন। পোস্ট পেতে বিনোদন টাইম্স .কম পেইজ এ লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন।
( সম্পাদনায়:অনলাইন নিউজরুম এডিটর )