‘প্রাইড অব কেরালা’ পুরস্কার পেলেন বিদ্যা
বিনোদন টাইম্স ডেস্ক ।। ‘প্রাইড অব কেরালা’ পুরস্কার পেয়েছেন বলিউডের ‘মিস পারফেশনিস্ট’ খ্যাত অভিনেত্রী বিদ্যা বালান। বিশ্বব্যাপি কেরালা অধীবাসীদের সংগঠন বিশ্ব মালয়ালি পরিষদ তাকে সম্মানিত এই পুরস্কারে ভূষিত করে।এই পুরস্কার পাওয়ার ব্যাপারে বিদ্যা বালান এই টুইট বার্তায় বলেন, প্রাইড অব কেরালা পুরস্কার পেয়ে আমি গর্বিত। ধন্যবাদ বিশ্ব মালয়ালি পরিষদকে।
২০০৫ সালে ‘পরিণীতা’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে যাত্রা বিদ্যার। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রদের মধ্যে রয়েছে, লাগে রোহো মুন্না ভাই, বুল বুলাইয়া, দ্য ডার্টি পিকচার এবং কাহিনি। হাম পাঞ্চ নামে একটি টিভি সিরিয়ালেও অভিনয় করেছেন বিদ্যা। বিদ্যা বালান অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘হামারি অধুরি কাহিনি’ মুক্তি পায় ২০১৫ সালে। বর্তমানে তিনি ‘তিন’ চলচ্চিত্রে অমিতাভ বচ্চন ও নেওয়াজ উদ্দিন সিদ্দিকীর সঙ্গে অভিনয় করছেন।
পোস্টটি ফেসবুক এ শেয়ার করে অন্যদের জানার সুযোগ দিন। পোস্ট পেতে বিনোদন টাইম্স .কম পেইজ এ লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন।
( সম্পাদনায়:অনলাইন নিউজরুম এডিটর )