সুন্দরী মহিলাদের চমকে দেওয়া ১০ যৌনকল্পনা!

Beautiful Ladyবিনোদন টাইম্‌স ডেস্ক ।। প্রত্যেকের মধ্যেই কমবেশি যৌনকল্পনা থাকে৷ এটাই স্বাভাবিক। সম্প্রতি জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিনে মহিলাদের যৌনকল্পনার উপরে একটি সমীক্ষা করা হয়৷ তাতে উঠে এসেছে বেশকিছু অবাক করা ঘটনা৷ ওই সমীক্ষা অনুযায়ী মহিলাদের ১০টি যৌনকল্পনার প্রথম দিকে রাখা হয়েছে ৷ যদিও এই সমীক্ষা কঠোরভাবে পশ্চিমের দেশগুলির কথা মাথায় রেখে করা হয়৷এশিয়া বা আফ্রিকায় এই ধরনের যৌনকল্পনা সম্ভব নয়। প্রতিবেদনে পড়ে নিন সেই অবাক ১০ কল্পনা!

১) ঘর, বিছানার চেনা গণ্ডির বাইরে অদ্ভুত কোনও জায়গায় শরীরী মিলনের কথা বলেছেন ৮২ শতাংশ মহিলা। সমীক্ষা অনুযায়ী এটিই সবথেকে উপরে রয়েছে।

২) দ্বিতীয়তে রয়েছে ‘পাওয়ার প্লে’। ৬৫ শতাংশ মহিলা বলেছেন, যৌনমিলনের সময়ে তাঁরা পুরুষসঙ্গীর ‘আধিপত্য’ চান।

৩) একই রাতে একসঙ্গে একাধিক সঙ্গীর সঙ্গে যৌনমিলনের কামনা করেন অন্তত ৫৬.৫ শতাংশ মহিলা।

৪) ৫২ শতাংশ মহিলা বলেছেন, যৌনমিলনের সময়ে তাঁরা চান তাঁদের হাত-পা বেঁধে রাখা হোক।

৫) ৪৯ শতাংশ মহিলার কল্পনায় আসে অচেনা পুরুষের সঙ্গে যৌনমিলন।

৬) ৪৭ শতাংশ মহিলা চান বিছানায় তাঁরাই হবেন ‘ডমিনেটিং’।

৭) ৪২ শতাংশ মহিলা বলেছেন, তাঁদের যৌনকল্পনায় অগ্রাধিকার পায় সমকামিতা।

৮) ২৬ শতাংশ মহিলা বস্তুকাম বা ফেটিশিজমের কথা ভাবেন তাঁদের যৌনচেতনায়।

৯) ১৮ শতাংশ মহিলার যৌনসঙ্গী হিসেবে পছন্দ অল্পবয়সী ছেলেদের।

১০) ১২.৫ শতাংশ মহিলার যৌনচেতনায় আসেন পুরুষ যৌন বা জিগোলো!

পোস্টটি ফেসবুক এ শেয়ার করে অন্যদের জানার সুযোগ দিন। পোস্ট পেতে বিনোদন টাইম্‌স .কম পেইজ এ লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন।

( সম্পাদনায়:অনলাইন নিউজরুম এডিটর )

More from my site

  • অভিযুক্ত মুরাদ : বাতিল হলো বৃহন্নলার পুরস্কারঅভিযুক্ত মুরাদ : বাতিল হলো বৃহন্নলার পুরস্কার বিনোদন টাইম্‌স ডেস্ক ।। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ২০১৪ সালের শ্রেষ্ঠ ছবি হিসেবে মুরাদ পারভেজের কাহিনি, চিত্রনাট্য পরিচালনায় ‘বৃহন্নলা’ চলচ্চিত্রটি নির্বাচিত হয়েছিলো। কিন্তু গল্প চুরির […]
  • জীবনের গল্প বলবেন গাজী মাজহারুল আনোয়ারজীবনের গল্প বলবেন গাজী মাজহারুল আনোয়ার বিনোদন টাইম্‌স ডেস্ক ।। দেশ বরেণ্য চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও অসংখ্য কালজয়ী গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার বাংলাভিশনের `আমার আমি` অনুষ্ঠনের এবারের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। […]
  • ২০ বছর পূর্তিতে টেলিহোমে জমজমাট বর্ষবরণ২০ বছর পূর্তিতে টেলিহোমে জমজমাট বর্ষবরণ বিনোদন টাইম্‌স ডেস্ক ।। প্রতি বছরই বাংলা নববর্ষকে বরণ করতে প্রযোজনা প্রতিষ্ঠান টেলিহোম আয়োজন করে বর্ণাঢ্য অনুষ্ঠানের। সেখানে উপস্থিত হন টেলিভিশন অঙ্গনের তারকরা। অবশ্য অন্যান্য অঙ্গনের […]
  • বাহুবলীর সামনে আরও বড় বিপদ আসতে চলেছে।বাহুবলীর সামনে আরও বড় বিপদ আসতে চলেছে। বিনোদন টাইম্স ডেস্ক ।। বাহুবলীর সামনে আরও বড় বিপদ আসতে চলেছে। যে বাহুবলীর পেশিশক্তিতে ভর করে দুষ্টের দমন হওয়ার কথা ছিল, তাঁকে হত্যা করেছেন কাটাপ্পা। কিন্তু...বাহুবলী ফিরে এসেছেন। প্রথম […]
  • ছেড়াদ্বীপে তিশার প্রেমে নিলয়!ছেড়াদ্বীপে তিশার প্রেমে নিলয়! বিনোদন টাইম্‌স ডেস্ক ।। কুয়াকাটার মিস্ত্রিপাড়ায় সকলের চেনা চঞ্চল হাস্যোজ্জ্বল সুন্দরী যুবতী মেয়ে মহুয়া। রাখাইন পরিবারে বেড়ে উঠলেও কোনো রাখাইন মায়ের কোলে জন্মেনি সে। মহুয়ার বয়স যখন ২-৩ বছর […]
  • ‘অ্যাভাটার’ সিরিজের চতুর্থ সিক্যুয়েলের মুক্তির তারিখ ঘোষণা‘অ্যাভাটার’ সিরিজের চতুর্থ সিক্যুয়েলের মুক্তির তারিখ ঘোষণা বিনোদন টাইম্‌স ডেস্ক ।। হলিউডের অন্যতম সেরা ব্যবসাসফল সিনেমা ‘অ্যাভাটার’। ২০০৯ সালে মুক্তি পাওয়ার পর দর্শকমহলে সাড়া ফেলে দিয়েছিল ছবিটি। তারপর আর থেমে থাকেননি চলচ্চিত্রটির নির্মাতা জেমস […]
  • ‘অস্তিত্ব’ ছবির বিরুদ্ধে পরিচালক ও প্রযোজক সমিতিতে অভিযোগ‘অস্তিত্ব’ ছবির বিরুদ্ধে পরিচালক ও প্রযোজক সমিতিতে অভিযোগ বিনোদন টাইম্‌স ডেস্ক ।। কিছুদিন আগে সেন্সর ছাড়পত্র পেয়েছে অনন্য মামুন পরিচালিত ‘অস্তিত্ব’। তবে এখনও ঘোষণা আসেনি ছবিটি মুক্তির। এইদিকে এই ছবির বিরুদ্ধে বাংলাদেশ পরিচালক সমিতি ও বাংলাদেশ […]
  • ৬০তম পর্বে ‘সুলতান সুলেমান’৬০তম পর্বে ‘সুলতান সুলেমান’ বিনোদন টাইম্‌স ডেস্ক ।। দীপ্ত টিভিতে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সপ্তাহে ছয়দিন রাত ৭টা ৩০মিনিটে প্রচার হচ্ছে বিদেশী ধারাবাহিক ‘সুলতান সুলেমান’। ১৯ এপ্রিল প্রচারিত হবে এই ধারাবাহিকের ৬০তম […]
  • ভিন্ন কৌশলে স্পাইডারম্যানভিন্ন কৌশলে স্পাইডারম্যান বিনোদন টাইম্‌স ডেস্ক ।।  দিন যত যাচ্ছে ততই কৌশল বদলাতে হচ্ছে পরিচালক-প্রযোজকদের। এক্ষেত্রে অগ্রগণ্য তো হলিউডের পরিচালক-প্রযোজকরাই। সেসব হিসেব নিকেশ করে ২০১৭ সালে মুক্তি প্রতিক্ষিত […]
  • বলিউড তারকাদের উষ্ণ অভ্যর্থনায় প্রিন্স উইলিয়াম ও কেটবলিউড তারকাদের উষ্ণ অভ্যর্থনায় প্রিন্স উইলিয়াম ও কেট বিনোদন টাইম্‌স ডেস্ক ।। প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট মিডলটন এলেন ভারত সফরে। আর এই ডিউক ও ডাচেস অফ কেমব্রিজকে স্বাগত জানাল পুরো বলিউড। শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, মাধুরী দীক্ষিত থেকে […]