কালো বয়ফ্রেন্ড দেখে দৌঁড়ে পালিয়েছিলাম: মিমি
বিনোদন টাইম্স ডেস্ক ।। বয়স ২৭ হলেও এখনো নিজেকে একা দাবি করছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। যদিও ঘনিষ্ট বন্ধু পায়েল সরকারের পর নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে নাম জড়িয়েছে মিমির। কিন্তু কিছুতেই স্বীকার করছেন না সেই সম্পর্কের কথা।
পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারকে মিমি বলেন, ‘আমি ভীষণ সেল্ফ লাভিং পার্সন’। লোকে যেমন দুর্গাপূজার দিন গোনে, আমি তেমন আমার জন্মদিনের দিন গুনি। প্রতি মাসের ১১ তারিখ ভাবি, আর এত মাস পরে আমার জন্মদিন। আর প্রেমের মাস-টাস বলে আমি ও রকম মনে করি না। কেউ আমাকে ডেটে যাওয়ার কথা বললোই না…
মিমি আরো জানান, জীবনে একবারই বিশেষ পোশাকে সেজে অপরিচিতজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ‘আরে সে এক যাচ্ছেতাই ব্যাপার’। কলেজের বন্ধুরা মিলে আমার জন্য একটা ব্লাইন্ড ডেট ফিক্স করেছিল… এটা কারোকে বলিনি। এমনিতে তো টিশার্ট-স্নিকার্সে ঘুরে বেড়াতাম। তো সে দিন, বন্ধুরা ভাল একটা ড্রেস পরিয়ে, সাজিয়ে দিয়েছিল। তার সঙ্গে ফোনে কথা হয়েছিল।
ভাল কথা বলে, ইংরেজিটাও ভাল। তখন আমি আঠারো। ভাবতাম, ভাল ইংরেজি বলতে পারে মানে নির্ঘাত ভালো দেখতে। তো ডেটের দিন গেলাম সাউথ সিটি। একটা কালো লোক ফোন বের করছে। আমার সিক্সথ সেন্স বলল, এই লোকটা হতে পারে। আমি সঙ্গে সঙ্গে ফোন সাইলেন্ট করে দিলাম। দেখি সত্যিই কলটা আমার ফোনেই আসছে। সঙ্গে সঙ্গে ফোন সুইচড অফ করে দে ছুট। তারপর তো নম্বর-টম্বরই পাল্টে ফেললাম।
ভালোবাসা দিবসে ডেটে যাওয়ার জন্য ছেলেদের কেমন প্রস্তুতি থাকা উচিত, এমন প্রশ্নে মিমি বলেন, ‘তাকে ওয়েল ড্রেসড, ওয়েল বিহেভড হতে হবে। আর যেন খুব ভালো করে কথা বলে’। পরিচালক রাজের মধ্যে এমন কোনো গুণ দেখেছেন কি না জানতে চাইলে বললেন, ‘রাজ তো আমার বয়ফ্রেন্ড নয়’। যে আমার বয়ফ্রেন্ড হবে, তার মধ্যে এই গুণগুলো দেখে নেব। মিমি আরও বলেন, ‘রাজ আমার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড।
পোস্টটি ফেসবুক এ শেয়ার করে অন্যদের জানার সুযোগ দিন। পোস্ট পেতে বিনোদন টাইম্স .কম পেইজ এ লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন।
( সম্পাদনায়:অনলাইন নিউজরুম এডিটর )